ডোনাল্ডকে বন্ধুর সঙ্গে সিনেমা দেখতে হবে :  গ্রেটা

ডোনাল্ডকে বন্ধুর সঙ্গে সিনেমা দেখতে হবে :  গ্রেটা

ডোনাল্ডকে বন্ধুর সঙ্গে সিনেমা দেখতে হবে , বলে ডোনাল্ডকে উপহাস করেছেন  সুইডিশ পরিবেশকর্মী ১৭ বছর বয়সী গ্রেটা ।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের তৃতীয় দিন পার হলেও এখনো স্পষ্টভাবে বলা যাচ্ছে না, কে হতে চলেছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। এই মার্কিন নির্বাচনের ফলাফল নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে পুরো বিশ্বে। আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার মুখে ট্রাম্প ভোট গণনা বন্ধের দাবিতে কখনো যাচ্ছেন আদালতে, আবার কখনো বলছেন প্রতারণায় শিকার তিনি।

তবে বেশি আলোচিত হয়েছে গতকাল বৃহস্পতিবার বিকেলে টুইটে ট্রাম্প ভোট চুরির অভিযোগ তোলার বিষয়টি। পেনসিলভানিয়া ও অন্যান্য অঙ্গরাজ্যে ভোটে এগিয়ে থাকার ব্যবধান কমে আসায় টুইট করেন ট্রাম্প। এ নিয়ে বড় হাতের অক্ষরে লেখা তার টুইটটি ছিল ‘স্টপ দ্য কাউন্ট’।

ঠিক সেই মুহূর্তের জবাবে গ্রেটা টুইটে লেখেন, ‘এত হাস্যকর। ডোনাল্ডকে খ্যাপামি কমাতে হবে। এরপর বন্ধুর সঙ্গে ভালো কোনো পুরোনো দিনের কোন সিনেমা দেখতে হবে। চিল ডোনাল্ড, চিল!’

চলমান উত্তেজনার মধ্যে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার নিজের কথায় বিদ্রুপ করে প্রতিশোধ নিয়েছেন।